সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে উদ্ভূত পরিস্থিতিতে কলেজগুলোর অধ্যক্ষদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান জরুরি সভা করবেন ।
আজ সোমবার দুপুর ১২টায় এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এই জরুরি সভায় সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
গতকাল রাত সাড়ে ১১টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণে উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার ক্লাস-পরীক্ষা স্থগিত রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে সাত কলেজের সব চূড়ান্ত পরীক্ষাও আজ স্থগিত করা হয়েছে।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ সাত কলেজের শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ এনে তিনি যাতে ক্ষমা চায় সেই দাবিতে সন্ধ্যা থেকে সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাখেন। পরে তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে আসেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।
পরে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাওয়া দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। রাতভর চলে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া।
এই ঘটনায় দুই পক্ষের বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের অনেকেই ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে ক্যাম্পাসে ফিরেছেন। কেউ কেউ এখনও চিকিৎসা নিচ্ছেন।
দুই পক্ষকে নিবৃত্ত করতে পুলিশকে মাঝামাঝি অবস্থান নিয়ে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস ব্যবহার করতে দেখা গেছে।