সাতক্ষীরায় চাঁদা না পেয়ে এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা । এই ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাতক্ষীরা-আশাশুনি সড়ক অবরোধ করে।
হামলার শিকার হওয়া শিক্ষকের নাম মোমিনুর রহমান। তিনি ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মঙ্গলবার সকালে ক্লাস বর্জন করে প্রায় দেড় ঘণ্টা সাতক্ষীরা-আশাশুনি সড়ক অবরোধ করে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে প্রধান শিক্ষক মোমিনুর রহমান জানান, ব্রহ্মরাজপুর গ্রামের বাহারুল ইসলাম, মো. রিপন, মো. ইউনুস, মো. শাহিনসহ কয়েকজন তাঁর কাছে মাসখানেক ধরে চাঁদা দাবি করে আসছিলেন। কিন্তু চাঁদা না দেওয়ায় তাঁরা আজ তাঁর ওপর হামলা চালিয়েছেন। তিনি সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বলেন, অভিযুক্তদের ধরতে পদক্ষেপ নেয়া হয়েছে। আশা করি খুব শীঘ্রই তাদের আটক করতে পারব।