চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি করা হয়েছে।
আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর তাদের ২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তার সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। সোমবার (২৫ নভেম্বর) মধ্যরাতে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২০৬০ কিমি, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৯৯৫ কিমি, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৯৯৫ কিমি এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৯৭০ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।