সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। চেক প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তারের এ আদেশ দেন আদালত।
আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) জিয়াদুর রহমান এ আদেশ দিয়েছেন।
আদালত–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান সাকিব। তার এ প্রতিষ্ঠান ২০১৭ সালে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে দেড় কোটি টাকা ঋণ নেয়। কিন্তু নির্ধারিত সময়ে তারা ঋণ পরিশোধ করেনি।
পরবর্তীতে ঋণ পরিশোধের জন্য ব্যাংক কর্তৃপক্ষ তাদের নোটিশ দেয়। এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি চলতি বছরের ৪ সেপ্টেম্বর ৪ কোটি ১৪ লাখ টাকার দুটি চেক দেয় ব্যাংকে। কিন্তু তাদের একাউন্টে পর্যাপ্ত টাকা ছিলোনা।
আবার নোটিশ পাঠানো হলে তারা টাকা পরিশোধ করেনি। ফলে ১৫ ডিসেম্বর ব্যাংক কর্তৃপক্ষ সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের মালিক সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা করে। এ মামলায় আজকে রায় দেয় আদালত। রায়ে সাকিব আল হাসান ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয় আদালত।