বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তারা সাইফ আলীকে একের পর ছুরিকাঘাত করে রক্তাক্ত করে ফেলেন।
বুধবার মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, যখন দুর্বৃত্তরা সাইবের বাড়িতে হামলা করেন তখন সবাই ঘুমাচ্ছিলেন। দুর্বৃত্তরা সাইফকে একাধিকবার ছুড়িকাঘাত করে পালিয়ে যায়।
পরে রক্তাক্ত সাইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।
তবে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারির উপর হামলা হয়নি।
পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা সাইফের বাড়ির গৃহকর্মীদের হুমকি দেয়ার সময় সাইফ নিজেই সেখানে যান। এসময় দুর্বৃত্তরা তাকে ছুড়িকাঘাত করে পালিয়ে যায়।