ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার ঘটনায় ৭ ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। একইসাথে এই ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য বরখাস্ত করা হয়েছে পুলিশের তিন কর্মকর্তাকে এবং একজন উপ-পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে।
বিক্ষোভকারীরা বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননা, হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে নিপীড়ন ও চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনই এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
ঘটনার দিন, বাংলাদেশ সহকারী হাইকমিশনে স্মারকলিপি জমা দেওয়ার পর কিছু বিক্ষোভকারী নিরাপত্তা বেষ্টনী ভেঙে হাইকমিশন চত্বরে প্রবেশ করে হামলা ও ভাঙচুর করে। এই ঘটনাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্ব পরিকল্পিত উল্লেখ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
ইন্ডিয়া টুডে প্রতিবেদনে উল্লেখ করে, সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা ও প্রতিবেশী দেশের জাতীয় পতাকা অপমানের ঘটনায় ত্রিপুরা পুলিশ তাদের তিনজন সাব-ইন্সপেক্টরকে বরখাস্ত করেছে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ সদর দপ্তরের একজন উপ-পুলিশ সুপারকে (ডিওয়াইএসপি) প্রত্যাহার করেছে।এছাড়া হামলার এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ ভারতীয়কে গ্রেপ্তারও করা হয়েছে।