বিপিএলের দ্বিতীয় পর্বের প্রথম দিনেই সুপার ফোর নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে বিধ্বস্ত করে শেষ চারে পা রাখে তামিম ইকবালের দল।
পাকিস্তানি মিডিয়াম পেসার ফাহিম আশরাফের কাছেই মূলত আত্মসমর্পণ করে সিলেটের ব্যাটসম্যানরা। ৩.১ ওভার বল করে মাত্র ৭ রানে ৫ উইকেট পেয়েছেন ফাহিম।
দিনের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সিলেট ৯ বল আগে মাত্র ১১৬ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে আসান ভাট্টি ২৯ বল থেকে সর্বোচ্চ ২৮ রান করেন, আর জাকের আলী ১৯ বলে ২৪ রান করেন। সিলেটের টপ অর্ডারের ব্যর্থতায় দলটি দ্রুতই চাপে পড়ে যায় এবং শেষ পর্যন্ত অল্প রানে গুটিয়ে যায়।
বরিশালও সহজ পথে জয় নিশ্চিত করতে থাকে, যদিও তাদের ওপেনিং ব্যাটসম্যান তাওহীদ হৃদয় (৬) ও তিনে নামা ডেভিড মালান (৯) বড় ইনিংস খেলতে পারেননি। তবে অধিনায়ক তামিম ইকবাল দলের জয়ের ভিত্তি তৈরি করেন। তিনি ৫১ বলে ৫২ রানের ইনিংস খেলেন। তামিমকে সঙ্গ দেন মুশফিকুর রহিম। তিনি ৩০ বলে ৪২ রানের ইনিংস খেলেন।
ফরচুন বরিশাল ৯ ম্যাচে ৭টি জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেছে। সিলেটের জন্য আর শেষ চারে যাওয়ার সুযোগ খুবই ক্ষীণ। তারা যদি শেষ দুই ম্যাচে জয় পায়ও, তাদের পয়েন্ট টেবিলের পরিস্থিতি অনুসারে চারে ওঠা কঠিন।