অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এই সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার সন্ধ্যা ৭টায় তিনি এ ভাষণ দিবেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
প্রেস উইং জানিয়েছে, এই সরকারের ১০০ দিন হওয়া উপলক্ষে ভাষণ দিবেন ড. ইউনূস। ভাষণটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচারিত হবে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। বর্তমানে এ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২৪ জন।