গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে জাতীয় সক্ষমতা বৃদ্ধির নীতিমালা প্রণয়ন করা। কিন্তু সরকারের অন্যদিকে গিয়ে জটিলতা সৃষ্টি করে তারপর মান–অভিমান করাকে গ্রহনযোগ্য মনে করছেন না তিনি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ: কেমন বাজেট চাই?’ শীর্ষক আলোচনায় তিনি এই ধারণা ব্যক্ত করেন।
তিনি বলেন, “অস্থায়ী এই সরকারের স্থায়ী কোনো ম্যান্ডেট নেই, তবে তারা অর্থনৈতিক, রাজনৈতিক ও মতাদর্শিকভাবে দেশের সক্ষমতা বৃদ্ধির পথে কিছু পরিবর্তনের সূচনা করতে পারে।”
এসময় তিনি জাতীয় সক্ষমতা না বাড়িয়ে সরকারের বিদেশি কোম্পানি, স্টারলিংক, এলএনজি আমদানির দিকে মনোযোগ দেয়াকে মূল দায়িত্ব থেকে সরে যাওয়া বলে উল্লেখ করেন।