দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের এক বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
অভিযুক্ত নেতার নাম ফেরদৌস জামান মুকুল । তিনি সলঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
তার বিরুদ্ধে রায়গঞ্জে সরকারি রাস্তার গাছ বিক্রির অভিযোগ রয়েছে।
শনিবার সলঙ্গা থানা বিএনপি থেকে তাকে সাময়িক বহিষ্কার করার ব্যাপারে বিজ্ঞপ্তি দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। দলের সকল নেতা-কর্মীদেরকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।