বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা বাড়িয়েছে সরকার।
মঙ্গলবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৭৫ টাকা থেকে বেড়ে ১৮৯ টাকা হয়েছে।
এছাড়াও খোলা সয়াবিন ও পাম তেলের দামও বেড়েছে। পূর্বে খোলা সয়াবিন ও পাম তেল বিক্রি হতো ১৫৭ টাকায়। বর্তমানে তার দাম বাড়িয়ে করা হয়েছে ১৬৯ টাকা।