জাতীয় সংগীতের অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক হয়েছেন। এসময়ে তারা সমবেত কন্ঠে জাতীয় সংগীত গেয়েছেন।
সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা সমবেতভাবে দাঁড়িয়ে একযোগে জাতীয় সংগীত পরিবেশন করেন।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি শাহবাগে জাতীয় সংগীত পরিবেশনের সময় একটি পক্ষ ভুয়া ভুয়া বলে অবমাননা করে। আমরা এর প্রতিবাদে সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশনা করেছি। জাতীয় সংগীত আমাদের অনুভূতি, আমাদের আবেগের জায়গা। এটা মেনে নেয়া যায়না।
শিক্ষার্থীরা বলেন, জাতীয় সংগীত ও জাতীয় পতাকার অবমাননার ব্যাপারে আমরা আপোসহীন। কেউ যদি এদেশে রাজনীতি করতে চায় বাংলাদেশপন্থী হয়েই রাজনীতি করতে হবে।
জাতীয় সংগীত গাওয়ার আগে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এসময় তারা ‘একাত্তরের শহীদরা, লও লও সালাম’, চব্বিশের শহীদরা, লও লও সালাম’, ‘একাত্তরের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘পাকিস্তানের দালালেরা, হুঁশিয়ার সাবধান’সহ নানা শ্লোগান দেন।