মৌসুমী সবজির বাজার এখন ঠাণ্ডা। বাজারে আগের মতো উত্তাপ নেই। তবে এর ভিন্ন প্রেক্ষাপট বিরাজ করছে মাছ মাংসের বাজারে।
জানা গেছে, মুরগি থেকে গরু-খাসি, সব ধরণের মাংসের দামই আগের চেয়ে বেড়েছে। তবে চালের বাজার অনেকটা স্থিতিশীল। চালের বাজারে পূর্বের যে চড়া দাম তা এখনও অব্যাহত রয়েছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। ফলে ভোক্তা সাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এদিকে বেড়েছে মাছের দামও। বেশিরভাগ মাছের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে নদীর মাছের দাম।
এখন ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ২২০ টাকায়। যা স্বাভাবিক সময়ের বাজার দামের তুলনায় অনেক বেশি। অন্যদিকে কেজিতে ৪০ টাকা বেড়ে এক কেজি দেশি মুরগির জন্য গুণতে হচ্ছে ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা। ৩২০ টাকা কেজির নীচে মিলছে না সোনালী জাত।