‘সন্ত্রাসী’ ও ‘ছাত্র হত্যাকারী’ বলে চিৎকার করে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে মারধর করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীরা।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং এইচ টি ইমামের ছেলে তানভীর ইমাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে আসলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের প্রশাসন সূত্রে জানা যায়, আসাদুজ্জামান নূর থেরাপি নেয়ার জন্য হাসপাতালে আসলে আহত শিক্ষার্থীদের সাথে দেখা হয়। এসময় চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীরাও নূরকে চিনে ফেলেন। তারা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর আসাদুজ্জামান নূরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। অন্যদিকে তানভীর ইমামকে গত ১৮ সেপ্টেম্বর রাতে আটক করা হয়।