ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, মহাখালী, মোহাম্মদপুর, পল্লবী, ডেমরা এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এতে করে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন ঢাকাবাসী।
বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে তারা অবরোধ কর্মসূচি পালন করছেন।
জানা গেছে, অটোরিকশা চালাকেরা বিভিন্ন স্থান থেকে এসে মিরপুর ১০ এ সমবেত হবেন।
গতকালও ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন তারা। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এরপর থেক টানা দু’দিন ধরে অবরোধ করছেন অটোরিকশা চালকেরা।