‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ের সামনে চলমান বিক্ষোভকে ঘিরে মঙ্গলবার (২৭ মে) সকাল থেকেই সেখানে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সচিবালয়ের প্রধান ফটকে সোয়াট সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি।
সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি ছিল। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানিয়েছেন, দুপুর ১২টার দিকে সাংবাদিকদের প্রবেশ নিয়ে সিদ্ধান্ত হবে।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
গতকাল টানা তৃতীয় দিনের মতো বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা বিক্ষোভ করেন। আজও তারা বিক্ষোভ ও মিছিলের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে দেশব্যাপী সরকারি দপ্তরে কর্মরতদের একই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন তারা।
সব সংগঠন মিলে নতুন প্ল্যাটফর্ম হিসেবে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ গঠন করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।