সচিবালয়ের আগুন লাগার ঘটনা দুর্ঘটনা নয়, একে পরিকল্পিত অগ্নিকাণ্ড হিসেবে অভিহিত করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
তিনি বলেছেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনের আগুন দুর্ঘটনা নয়, পরিকল্পিত অগ্নিকাণ্ড।
তিনি বলেছেন, এলজিআরডি এবং ডাক ও টেলি যোগাযোগ উপদেষ্টার কক্ষে গত সরকারের দুর্নীতির অনেক আলামত সংরক্ষিত ছিল। এ ঘটনা থেকে সরকার শিক্ষা নিতে পারে।
বৃহস্পতিবার সচিবালয়ের অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
নুর বলেছেন, এখনই সময় সরকারি নথিপত্র ডিজিটালাইজ করার এবং মান্ধাতা আমলের যন্ত্রপাতি থেকে বেরিয়ে ফায়ার সার্ভিসে আধুনিক সরঞ্জাম সংযুক্ত করার।