টাঙ্গাইলের সখীপুরে আবদুস সালাম (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া শ্রীপুর গ্রামে নিহতের লেবু বাগানে এ হত্যাকান্ড ঘটে।
নিহত আবদুস সালাম একজন মুদি দোকানদার ছিলেন। গ্রামবাসী এবং পরিবারের কাছে তিনি সহজ-সরল এবং ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
কিন্তু তাকে কেন হত্যা করা হলো এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোকান বন্ধ করে তার বাড়ি ফেরার কথা থাকলেও অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান মেলেনি। পরে বৃহস্পতিবার সকালে নিজ বসতবাড়ি থেকে ৫০০ মিটার সামনে লেবুবাগানে সালামের লাশ পাওয়া যায়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানিয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। দ্রুতই দোষীদের গ্রেপ্তার করা হবে।