সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে করা পৃথক দুটি রিটের শুনানি শেষে রায় দিয়েছে আদালত।
মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের যে সকল সংশোধন,পরিবর্তন,পরিমার্জন করা হয়েছিলো তারা কিছু অংশ রেখে এবং কিছু অংশ বাতিল করে এবং কিছু অংশ পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছে আদালত।
যে সকাল জিনিসকে আদালত সংরক্ষণ করেছে সেগুলো হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন, ক্ষুদ্র নৃগোষ্ঠী সংরক্ষণ।
যে সকল জিনিস সরকার পুনরায় ফিরিয়ে এনেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো গনভোট, নির্দলীয় নিরপেক্ষ সরকার।
এছাড়া হাইকোর্ট ৭ক, ৭খ ও ৪৪ (২) অনুচ্ছেদ বাতিল করেছে।