সর্বনিম্ন রানের রেকোর্ড গড়ল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ মাত্র ১৩.৫ ওভারে ৪২ রানে থেমে গেছে। যা শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে সর্বনিম্ন।
এর আগে শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর ছিলো ৭১। পাকিস্তানের বিপক্ষে ১৯৯৪ সালে তারা এই স্কোর করে। এরপর দীর্ঘ ক্রিকেট ইতিহাসে তাদের আজকের মত এতটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়নি।
৫০ রানের নিচে অবশ্য বেশ কয়েকটি বড় দলেরও ছন্দপতন হয়েছে। সেই তালিকায় যুক্ত হলো শ্রীলঙ্কাও।
ডারবানে দ্বিতীয় দিনের খেলার শুরুতে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ১৯১ রানে গুটিয়ে দিয়েও বেশ ভালো অবস্থানে ছিল শ্রীলঙ্কা। কিন্তু তৃতীয় ওভার থেকে তারা বিপর্যয়ের মুখোমুখি হয়। কাগিসো রাবাদার বলে দিমুথ করুনারত্নে ক্যাচ দিয়ে ফেরার পরই আসা-যাওয়ার মিছিল শুরু হয়। এই মিছিল আর থামেনি। শেষমেশ ৪২ রানেই অলআউট হয়ে লজ্জার রেকোর্ড গড়ল তারা।