মৃৎশিল্পী উদয় পাল ও গৌর পাল ৫০ কেজি ধান ব্যবহার করে বানিয়েছেন সরস্বতী প্রতিমা। ২১ ফুট উচ্চতার এই প্রতিমা বানাতে তাদের সময় লেগেছে প্রায় এক মাস। এই ভিন্নধর্মী প্রতিমা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লালবাগ গোসাইবাড়ি সড়কে লালবাগ যুব কিশোর সংঘের পূজামণ্ডপে এই প্রতিমাটিতেই আজ মঙ্গলবার সরস্বতীপূজা হয়।
প্রতিমাটির কারিগর মৃৎশিল্পী উদয় পাল জানিয়েছেন, এটাই ধান দিয়ে বানানো প্রথম কোনো সরস্বতী প্রতিমা। প্রতিমা বানানোর কাজ যখন শুরু করি তখন থেকেই এটি দেখতে মানুষ ভিড় করছে। সবার প্রশংসা পেয়ে ভালোই লাগছে।
দর্শনার্থীরা শ্রীমঙ্গলের সবচেয়ে উঁচু ও ব্যতিক্রমী এই প্রতিমা বেশ আগ্রহ ভরে দেখছেন। ছবি তুলছেন। তারা বেশ উৎফুল্ল।
লালবাগ যুব কিশোর সংঘের সভাপতি কৌশিক দত্ত জানিয়েছেন, আমাদের সংঘের এটি ২৫তম আয়োজন। তাই আমরা চেয়েছিলাম কোন ব্যতিক্রমী আয়োজন করার। সেই চিন্তা থেকেই আমরা সবাই মিলে ধানের প্রতিমা তৈরির সিদ্ধান্ত নেই। প্রায় ৭০ হাজার টাকা খরচ হয়েছে এই প্রতিমা তৈরিতে।