গত ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের মুখে দেখ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার।
বুধবার ( ৮ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। তবে ভারত সরকার ঠিক কোন সময়ে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে এই তথ্য প্রতিবেদনে জানা যায়নি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় ফরেনার্স রেজিওনাল রেজিষ্ট্রেশন অফিস(এফআরআরও) শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়ায় যুক্ত ছিল।
এর আগে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য গত মাসের ২৩ ডিসেম্বর নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যার্পণের অনুরোধ জানায় ঢাকা।
৩ জানুয়ারি হিন্দুস্থান টাইমস্ এর প্রতিবেদনে জানা যায়, ঢাকা প্রয়োজনীয় মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন না করায় ভারত সরকার শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধে সাড়া দেওয়ার সম্ভাবনা কম।
এ দিকে গুম ও অন্যান্য অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ৬ জানুয়ারি দ্বিতীয় বার গ্রেফতারি পারোয়ানা জারি করে ‘বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে শেখ হাসিনা ও তার সহযোগি ১২ জনকে হাজির করতে বলেছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (৭ জানুয়ারি) শেখ হাসিনাসহ জুলাই–আগস্টে গণহত্যায় জড়িত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার । বাতিলের এক দিনের মাথায় ভারত সরকার শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো।