অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদসহ মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি বাতিল করা হয়েছে এমন খবর কিছু গণমাধ্যমে এসেছে। এসব খবর ভুয়া।
আজ বুধবার (৪ জুন) তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রিয় ভাই-বোনেরা, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদসহ মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল- একটা ফেইক নিউজ।
তিনি আরও বলেন, নতুন অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধার স্পষ্ট স্বীকৃতি দেয়া আছে। মুজিবনগর সরকারের কোনো সদস্যের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল হয়ে গেছে এটা যে ফেইক নিউজ তার প্রমাণ হিসাবে অধ্যাদেশের স্ক্রীনশট দেয়া হলো।
এই পোস্টে তিনি নিচে দেয়া স্ক্রিনশটটি যুক্ত করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাতে বীর মুক্তিযোদ্ধাদের নতুন সংজ্ঞা নির্ধারণ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার।