শুধু একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি। শহীদ পরিবার এবং আহতরা সংস্কারের কথা বলছেন। তাই আমরা মনে করছি সংস্কার জরুরি।
বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এই মন্তব্য করেছেন।
তিনি আরও বলেন, এই সরকারের একটা ক্লিয়ার মেইনটেনেন্স হচ্ছে- আমরা সংস্কার কাজগুলো করব। সংস্কারের জন্য যে কমিশন করা হয়েছিল সেগুলোর প্রায় তিন মাস হয়ে যাচ্ছে। তারা এখন তাদের প্রস্তাবনা দেবেন। তারপরে যারা স্টেক হোল্ডার আছেন তাদের সঙ্গে আলোচনা করে সংস্কার করে নির্বাচনের দিকে যাব।
এসময় তিনি এলাকাভিত্তিক বৈষম্য দূর করে উত্তরাঞ্চলে উন্নয়নে গুরুত্বারোপ ও বরাদ্দ বৃদ্ধির আশ্বাস দেন।
আসিফ মাহমুদ বলেছেন, উত্তরাঞ্চলের মানুষ আশানুরূপ উন্নয়ন পায়নি। বিগত সরকারের সময় শুধু নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে উন্নয়ন করা হয়েছে। কিন্তু আমি নিশ্চিত করতে চাই, এলাকাভিত্তিক বৈষম্য দূর করে উত্তরাঞ্চলে উন্নয়নে গুরুত্বারোপ ও বরাদ্দ বৃদ্ধি করা হবে।