কিশোরগঞ্জের কুলিয়ারচরে শিশুর কান্না শুনে বাবাকেই ‘অপহরণকারী’ ভেবে পিটিয়েছে স্থানীয়রা।
গতকাল রোববার বিকেলে উপজেলার রামদি ইউনিয়নের তাতারকান্দিতে এ ঘটনা ঘটে।
সাবেক স্ত্রীর খোঁজে তিন বছর বয়সী সন্তান রাইসাকে নিয়ে বের হন তার বাবা সোহেল মিয়া। আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে রাইসা মায়ের জন্য কান্নাকাটি শুরু করে। শিশুর কান্না দেখে সন্দেহ করে স্থানীয়রা সোহেলকে আটক করে মারধর করে।
বারবার “এই ভাই, আমার কথা হুনেন” বললেও রক্ষা পাননি তিনি। শিশুটিও কান্নায় ‘আব্বা, আব্বা’ বললেও কেউ কর্ণপাত করেনি।
পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাদেরকে এসে উদ্ধার করে নিশ্চিত করে রাইসা আসলেই সোহেলের মেয়ে।
থানা থেকে রাতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।