চাঁপাইনবাবগঞ্জে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তির মুখে চুনকালি মাখিয়ে জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘুরিয়েছে এলাকাবাসী।
শনিবার দুপুরে জেলার গোমস্তাপুর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার চিত্র ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানিয়েছে, ৯–১০ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক ছাত্রীর গাঁয়ে হাত দেন ৫৭ বছর বয়সী এক ব্যক্তি। প্রতিবেশি এ ঘটনা দেখে ফেললে এলাকাবাসীকে জানান। পরে এলাকাবাসী তার মুখে চুনকালি মাখিয়ে জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘুরান।
এই ঘটনার পর তাকে স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবনে আটকে রাখা হয়। শনিবার সন্ধ্যার পর খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আমরা পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করব।