শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার (২৬ নভেম্বর) থেকে শুরু করছে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’।
এর আগে সোমবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এই কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আবদুল্লাহ জানান, এই কর্মসূচির মাধ্যমে তারা একতা ও সংহতির বার্তা নিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাবেন। বৈঠকে ১৮টি ছাত্র সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। আলোচনায় উঠে আসে আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব, সংখ্যালঘু নির্যাতন সহ নানা বিষয় আলোচনায় উঠে আসে।
বৈঠকে ছাত্র নেতারা আওয়ামী লীগ যাতে কোনোভাবেই পুনর্বাসিত হতে না পারে সে ব্যাপারে একমত হন। তারা গত তিন জাতীয় নির্বাচনে যারা আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হয়েছেন, তাদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান।