বাসা থেকে ধরে নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের এক অফিস সহকারীকে হত্যা করা হয়েছে।
উসমান সিকদার নামের ঐ ব্যক্তির মরদেহ বৃহস্পতিবার সকালে বিমানবন্দরসংলগ্ন লিংক রোড থেকে উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত তিনটার দিকে বিমানবন্দরসংলগ্ন সরকারি কোয়ার্টারের একটি ভাড়া বাসা থেকে উসমান সিকদারকে ৭-৮ জনের একটি গ্রুপ ধরে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া না গেলে লিংক রোডে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের ভাই জানান, পূর্বশত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার সারা দেহে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।