বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি শহীদ হন।
তিনি বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা। মহান মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন জিয়াউর রহমান।
ক্ষমতায় থাকাকালীন তিনি তার বেশকিছু যুগান্তকারী পদক্ষেপের জন্য ব্যাপক পরিচিতি পান।
প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করে থাকেন।
এ দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে গত ২৬ মে থেকে শুরু করে ২ জুন পর্যন্ত টানা ৮ দিনের কর্মসূচি পালিত হচ্ছে । এর মধ্যে রয়েছে আলোচনা সভা, পোস্টার ও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, জিয়ার কবরে ফুল দেওয়া ও ফাতেহা পাঠ, দরিদ্রদের মধ্যে খাদ্য ও বস্ত্রসামগ্রী বিতরণ।
আজ সকাল ৬টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়সহ সারাদেশে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।
সকাল ১০টা ৩০ মিনিটে শেরেবাংলা নগরে জিয়ার কবর জিয়ারত ও ফুল দেওয়া হবে। দুপুরে রাজধানীর বিভিন্ন স্থানে খাদ্য ও বস্ত্র বিতরণ করবে মহানগর বিএনপি।