শরীয়তপুরে ‘ডাকাতি’ করে পালানোর সময় স্থানীয় জনতার পিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে।
গত শুক্রবার রাতে ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার রাজারচর এলাকায় কীর্তিনাশা নদীতে বালু পরিবহনের নৌযানে ডাকাতির পর ১০-১২ সদস্যের একটি দল স্পিডবোটে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। পালানোর সময় ডাকাত দল স্থানীয়দের ওপর গুলি ও ককটেল নিক্ষেপ করে।
একপর্যায়ে ডাকাতদল একটি ইটভাটায় আশ্রয় নিলে স্থানীয়রা তাদের ঘেরাও করে গণপিটুনি দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। গুলিতে আহত আটজন স্থানীয় ও ডাকাত দলের সদস্য চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, মৃতদের পরিচয় শনাক্ত করা হচ্ছে এবং ডাকাতির কাজে ব্যবহৃত স্পিডবোট ও আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।