শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরের দিকে তার নিজ কক্ষ থেকেই মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওসির নাম আল আমিন।
প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে ঘটনার আসল কারণ এখনও জানা যায়নি।
এ ব্যাপারে পুলিশ সুপার নজরুল ইসলাম জানিয়েছেন, কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে আমরা কাজ করছি। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্তের পরে বাকিটা নিশ্চিত হওয়া যাবে।
এদিকে ওসির মরদেহ উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় ভিড় করছেন স্থানীয় লোকজন।