অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথগ্রহণ করেছেন সি আর আবরার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক।
বুধবার বেলা ১১টায় বঙ্গভবনে তিনি শপথ নেন। শপথ অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
পরে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত শেষ হলে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
তিনি শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেতে পারেন। বর্তমানে এ দায়িত্বে রয়েছে অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ।