শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেছে ভারত।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজকের দিনটাও নিজেদের করে নিলো ভারত। এ নিয়ে টানা চার ম্যাচে জয়।
আজকের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। তবে দল হিসেবে অস্ট্রেলিয়ার ব্যাট থেকে যেমন রান আসার কথা ছিলো তা আসেনি। ২৬৪ রানেই অলআউট হয় তারা।
স্টিভ স্মিথের ৭৩ রানের পর গ্লেন ম্যাক্সওয়েল ৬ রানে আউট হয়ে গেলে বড় ধাক্কা খায় অজিরা।
জবাবে ব্যাট করতে নেমে ৪৩ রানেই দুই ওপেনার হারায় ভারত। তবে বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার ৯১ রানের জুটি গড়ে দলকে চাঙ্গা করেন। পরে অক্ষর প্যাটেল ও কেএল রাহুলের সাথেও জুটি গড়েন বিরাট। শেষটা অবশ্য তিনি করে যেতে পারেননি। ৯৮ বলে ৮৪ রান করে তিনি সাজঘরে ফিরেন।
রাহুল ও হার্ডিকের জুটি দলকে জয়ের কিনারে পৌঁছাতে দারুণ সাহায্য করে। রাহুল ৩৪ বলে দুটি করে চার ও ছক্কার শটে ৪২ রানের হার না মানা ইনিংস খেলেন।