লিবিয়ার মিসরাতা শহরে অপহৃত ২৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির সিকিউরিটি ডিরেক্টরেটের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ বুধবার (২ এপ্রিল) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।
পোস্টে বলা হয়, মিসরাতার আল-গিরান থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করে। অপহরণকারীদের অবস্থান শনাক্তের পর সফল অভিযান চালিয়ে বাংলাদেশিদের মুক্ত করা হয়। অভিযানে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধারকৃতদের আইনি প্রক্রিয়ার জন্য আল-গিরান থানায় হস্তান্তর করা হয়েছে।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। একইসঙ্গে উদ্ধারকৃতদের প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।