সাহিত্য-সংস্কৃতি বিষয়ক লিটলম্যাগ ‘তাইরান’ এর তৃতীয় সংখ্যার মোড়ক ও পাঠ উন্মোচিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর মালিবাগের কুইজিন রেস্তোরার কনফারেন্স রুমে এই মোড়ক ও পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাইরান সম্পাদক কবি তাসনীম মাহমুদ এবং সঞ্চালনা করেন সহ-সম্পাদক ফারজানা করিম অর্পিতা।
এ অনুষ্ঠানে পৃষ্ঠপোষক উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন সাহিত্য সমালোচক শামসুল আবেদীন এবং
উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন কবি, সম্পাদক, সাংবাদিক মুজতাহিদ ফারুকী ও আফসার নিজাম।
এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিশুতোষ নাটক লেখক ও নাট্য নির্দেশক হোসনে মোবারক,রেজাবউদ্দৌলা চৌধুরী, কবি রহমান হেনরী, হাসান আলীম, জাকির আবু জাফর, আব্দুল মাজেদ, কামরুল ইসলাম, বাদশা ওয়াজেদ আলী, জামশেদ ওয়াজেদ, মনসুর আজিজ, আতিক হেলাল, রবিউল মাশরাফি, মিলি হক।
অনুষ্ঠান নিয়ে অনুভূতি ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন কবি মুর্শিদ উল আলম, মোহাম্মদ আবদুল বাতেন, ফরিদ সাঈদ, রফিক মোহাম্মদ, অহীন মাহবুব, জাহিদ আবেদীন, হোসনে মোবারক, সাহেদ বিপ্লব, মাঈন উদ্দিন, আবিদ আজম, তানজিনা বিনতে নূর, মো: নুরুল হক, সালেহ মাহমুদ, জাফর পাঠান, ওজকুরুনী সিদ্দিকী, খান কাওসার কবির, আবুল বাশার আল মামুন, মিজান ফারাবী।
অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন শিল্পী ও সুরকার গোলাম মওলা এবং আবৃত্তি উপস্থাপন করেন বাচিক শিল্পী কামাল মীনা ও তারিক হাসিব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
তাইরান সহ-সম্পাদক কবি সরদার আব্বাস উদ্দিন, শফিউল্লাহ আজাদ, হাসান জারজিস, ব্যাবস্থাপক আমীন মোহাম্মদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র সমালোচক ও প্রবন্ধকার
জিয়া উদ্দিন, আবু শাকের মোঃ ইউনুস, ইসমত আরা, মুশফিকা নিপা, সাইফুল ইসলাম, রাসেল, তাওহীদ ইসলাম, অসীম ভট্টাচার্য প্রমুখ।