লালমনিরহাটের বড়বাড়িহাটে সোনালী ব্যাংকের শাখায় গভীর গর্ত খুঁড়ে চুরির চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে ব্যাংকের নিরাপত্তা প্রহরী গর্ত খুঁড়ার বিষয়টি নজরে আসে।
ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা পরিদর্শন করেছেন, তবে ব্যাংক থেকে কোনো টাকা খোয়া গেছে কি না, তা এখনো নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে সোনালী ব্যাংকের বড়বাড়িহাট শাখার প্রিন্সিপাল অফিসার মো. রাজু মিয়া জানান, ঘটনার পরই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতেই তদন্ত কমিটির প্রধান কুড়িগ্রামের সোনালী ব্যাংকের এজিএম শাহিন আক্তার ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।
এ ঘটনায় লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুর নবী জানান, সোমবার রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং গর্ত খোঁড়ার সরঞ্জাম যেমন লোহার জগ, ড্রিল মেশিন, লোহার শাবল, করাতসহ অন্যান্য যন্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্যাংকের নিরাপত্তা প্রহরী আসাদুল ইসলাম যখন ব্যাংকের স্টোররুমে কাগজপত্র গোছাচ্ছিলেন, তখন তিনি মেঝেতে একটি গর্ত দেখতে পান। এটি খুঁড়ে দুর্বৃত্তরা ব্যাংক ভবনের পেছন দিক দিয়ে প্রবেশ করার চেষ্টা করেছিল বলে ধারণা করা হচ্ছে। গর্তের পাশেই দেয়ালের ইট খুলে ফেলা হয়েছে।