বান্দরবানে কয়েকটি রবারবাগানে হামলা চালিয়ে বাগানের ২৬ জন শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। তারা শ্রমিকদের জন্য মুক্তিপণও দাবি করেছে।
এর আগেও সন্ত্রাসীরা দুই দফায় ১০ জনের বেশি শ্রমিককে অপহরণ করেছিলো।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানিয়েছেন, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তারা শ্রমিকদের অপহরণ করেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।
স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা গেছে, ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুর্গম মুরুংঝিরি এলাকার কয়েকটি রবারবাগানে আজ সকালে হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এসময় অস্ত্রের মুখে তারা ২৬ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যান।
মুরুংঝিরি এলাকার রাবারবাগানের মালিক মো. শাহাজাহান বলেন, আজ সকালে সন্ত্রাসীরা ৬টি বাগান থেকে ২৬ জনকে অপহরণ করেছে। এর মধ্যে তাঁর বাগান থেকে ১২ জনকে নিয়ে গেছে সন্ত্রাসীরা। প্রত্যেক শ্রমিকের জন্য সন্ত্রাসীরা ফোন করে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেন।
লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন জানিয়েছেন, শ্রমিকদের উদ্ধারের জন্য পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার অভিযানে নেমেছে। পাহাড়ি সন্ত্রাসীরা এ কাজ করতে পারে। উদ্ধার অভিযানে যাওয়া দল ফিরলে বিস্তারিত জানা যাবে।