পবিত্র হজের দ্বিতীয় দিনে আজ (৫ জুন) লাখো মুসল্লির কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মক্কার আরাফাতের ময়দান।
ইসলাম ধর্মমতে, এখানকার অবস্থানকেই হজের মূল রুকন ধরা হয়।
সূর্যোদয়ের পর মিনায় রাতযাপন শেষে ফজরের নামাজের পর আরাফাতের পথে রওনা হন হাজিরা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে তারা হজের খুতবা শোনেন।
এ বছর খুতবা প্রদান করছেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়খ সালেহ বিন হুমাইদ। বাংলাসহ ৩৪টি ভাষায় সরাসরি সম্প্রচারিত হচ্ছে পবিত্র খুতবা।
তীব্র গরমের কারণে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাঁবুতেই অবস্থানের নির্দেশনা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
আরাফাতের পর হাজিরা মুজদালিফায় রাতযাপন করে পাথর সংগ্রহ করবেন। ১০ জিলহজ পাথর নিক্ষেপ, কোরবানি, চুল কাটার পর কাবা শরিফ তাওয়াফের মাধ্যমে হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
এ বছর সারাবিশ্বের ১৫ লাখের বেশি মুসলিম পবিত্র হজে অংশ নিচ্ছেন।