জমজমাট ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে হৃদয় ভাঙ্গা হার বাংলাদেশের। হাভিয়ের কাবরেরার শিষ্যদের এ হার গ্যালারিতে থাকা দর্শকদের হতাশই করলো।
ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ মঙ্গলবার অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ ১–২ গোলে পরাজিত হয়েছে।
পুরো ম্যাচে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। গ্যালারি ভরা দর্শক বাংলাদেশকে অকুন্ঠ সমর্থন দিয়েছে। কিন্তু শেষ হাসিটা হাসতে পারেনি বাংলাদেশ। দলীয় জয় না পেলেও দর্শকদের মন জয় করতে পেরেছে তারা।
ম্যাচের ৫৯ মিনিটেই দুটি গোল হজম করে বাংলাদেশ। তবে লড়াই থামায়নি হামজারা। সিঙ্গাপুরের চেয়েও বেশি সুযোগ তৈরি করতে পেরেছে বাংলাদেশ।
৬৭ মিনিটে হামজার বাড়িয়ে দেয়া বল কৌশলে জালে পাঠান রাকিব। এরপরেও অনেক সুযোগ হাতে আসে বাংলাদেশের। কিন্তু কাজের কাজ হয়নি।