আজ থেকে রমজান মাস শুরু হয়েছে। রমজান আসায় অনেকের মনে বিভিন্ন বিষয়ে নানা প্রশ্ন উঁকি দেয়।
রোজা ভঙ্গ হচ্ছে কিনা এ নিয়ে অনেকে থাকেন দুশ্চিন্তায়। রোজা ভঙ্গের কারণ নিয়ে কোরআন-হাদিসে বর্ণনা রয়েছে।
রোজা রেখে নখ বা শরীরের অবাঞ্ছিত লোম কাটা যাবে কিনা এ নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন।
তবে ওলামায়ে কেরামরা জানান, রোজা থেকে নখ বা শরীরের অবাঞ্ছিত লোম কাটলে রোজা ভঙ্গ হবেনা এবং মাকরূহও হবেনা।
এ প্রসঙ্গে বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ বলেন, সিয়ামরত অবস্থায় কেউ যদি হাতের নখ কাটেন বা অবাঞ্ছিত লোমগুলো কাটেন, তাহলে তার সিয়াম নষ্ট হবে না। এটা জায়েজ রয়েছে। এটি মাকরুহ হবে না। সিয়ামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
অন্যদিকে রোজা রেখে দাড়ি সেভ করলেও রোজা ভাঙবে না বলে জানিয়েছেন শায়খ মাহমুদুল হাসান।