পবিত্র রমজান মাসের শুরুতে গাজা উপত্যকায় সব ধরণের ত্রাণ ও পণ্যের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল।
তিন পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিয়েছিল। তবে প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ শনিবার শেষ হয়েছে।
রোববার (২ মার্চ) ইসরায়েল হামাসকে হুঁশিয়ার করে জানায়, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ব্যাপারে যদি হামাস রাজি না হয়, তবে “পরিণতি ভয়াবহ” হবে।
তবে হামাস দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার নিশ্চয়তা না পেলে প্রথম ধাপের মেয়াদ বাড়াতে রাজি হবে না বলে জানিয়েছে।
হামাস অভিযোগ করেছে, গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করা যুদ্ধাপরাধ এবং যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।