শিক্ষা নেওয়ার অন্যতম উপকরণ হচ্ছে বই। তাই আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে বই পড়া আবশ্যক। লেখিকা ড. রেবেকা সুলতানা’র লেখা রূপান্তর বইটি পড়ে শিক্ষাগুলো লিখেছেন মোফাজ্জল হোসেন (শান্ত)
শ্রেষ্ঠ মানুষ হওয়া:
বইটির প্রথম শিক্ষা, মানুষ তার আত্মজ্ঞান, আত্মসম্মান ও আত্মনিয়ন্ত্রণের মধ্য দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। আর শ্রেষ্ঠ মানুষ তার কাজের দ্বারা অন্যদের সামনে নিজেকে আকৃষ্ট করে তোলে, অন্যকে প্রভাবিত করে। আর যে অন্যকে প্রভাবিত করতে পারে, সে অন্যের দ্বারা কাজ করিয়েও নিতে পারে।
নিজেকে নিয়ন্ত্রণ করা:
বইটির অন্যতম শিক্ষা, নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়? যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে প্রতিকূল পরিস্থিতিতেও পৃথিবীকে নিয়ন্ত্রণ করার সক্ষমতা রাখে।
নিজেকে অসাধারণ করে তোলা:
মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা করবে, হাসাহাসি করবে, আঘাত করবে, অবজ্ঞা করবে, কিন্তু থামাতে যেন না পারে। কেননা নিজেকে অসাধারণ করতে হলে, সকল বাঁধাক উপেক্ষা করে সামনের দিকে অগ্রসর হতে হবে। বইটিতে নিজেকে অসাধারণ করে তোলার ৫টি কৌশল উল্লেখ করা হয়েছে। কৌশলগুলো জানতে হলে, আপনাকে বইটি পড়তে হবে।
শিক্ষার মূল উদ্দেশ্য:
বেশিরভাগ মানুষের শিক্ষা অর্জনের পিছনের কারণ থাকে- ভালো চাকরি হবে, টাকা পয়সা হবে, বাড়ি-গাড়ি হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু বইটি আমাদের শেখায়, ‘শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানুষকে ভিতর ও বাহির থেকে সুন্দর এবং সমৃদ্ধ করা।
কথায় ভারসাম্য রক্ষা:
লেখিকা বইটিতে উল্লেখ করেছেন, আমাদের কীভাবে কথা বলা উচিত। কেননা ইমাম গাজ্জালী (রহ.) এর মতে, ‘মানুষের সবচেয়ে বড় যোগ্যতা হলো ভাষাকে নিজের আয়ত্তে রাখতে সমর্থ হওয়া। তাই কথায় ভারসাম্য রক্ষা অত্যন্ত জরুরি।
মিথ্যাবাদীকে চেনার উপর:
মিথ্যা যেমন নিজেকে ধ্বংস করে, তেমনি অন্যকেউ ধ্বংস করে। তাই ধ্বংস থেকে বাঁচতে হলে, মিথ্যা ও মিথ্যাবাদীকে এড়িয়ে চলতে হবে।বইটিতে মিথ্যাবাদীদের চেনার সাতটি কৌশল তুলে ধরা হয়েছে।
বেঁচে থাকার জন্য আনন্দ প্রয়োজন:
বইটি আমাদের শিক্ষা দেয়, আনন্দ মানুষকে বেঁচে থাকতে উৎসাহিত করে। তবে এই আনন্দ পবিত্র হতে হবে। পবিত্র আনন্দ মানুষের জীবনকে সংজ্ঞায়িত করে। তাই জীবন আপনার, সিদ্ধান্তও আপনার এবং জীবনকে সংজ্ঞায়িত করার দায়িত্বও আপনার।
লেখক: তরুণ লেখক, শিক্ষার্থী ও পাঠক