ফরিদপুরে এক রিকশাচালকের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার রিকশা নিয়ে চলে যায় দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুরে ঐ রিকশাচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম ফরহাদ প্রামাণিক। তার বয়স আনুমানিক ২১ বছর। তিনি রাজবাড়ী সদরের পাচুড়িয়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরের দিকে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হাতেম খারপাড়া এলাকার হাকি মোল্লার মালিকানাধীন একটি পুকুরের পাড়ের কালাবাগান এলাকা থেকে রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা গেছে, তারা ধারণা করছে রিকশা ছিনিয়ে নেয়ার সময় গলায় রশি পেঁচিয়ে ফরহাদকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।