২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা অংশীদাররা রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে।
গত বৃহস্পতিবার রাতে ইউক্রেনের ওপর বড় ধরনের হামলার পর ডোনাল্ড ট্রাম্প জানান , তিনি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন।
শুক্রবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এ লিখেছেন, “রাশিয়া এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের উপর ভয়াবহ আক্রমণ চালাচ্ছে। এই সত্যের উপর ভিত্তি করে, আমি রাশিয়ার উপর বৃহৎ আকারের ব্যাংকিং নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপের কথা দৃঢ়ভাবে বিবেচনা করছি যতক্ষণ না যুদ্ধবিরতি এবং শান্তির চূড়ান্ত নিষ্পত্তি চুক্তিতে পৌঁছানো হয়।”
ট্রাম্প আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়ে লিখেছেন, “রাশিয়া এবং ইউক্রেনের উদ্দেশ্যে বলছি, অনেক দেরি হওয়ার আগেই আলোচনার টেবিলে বসুন। ”
জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরপরই ট্রাম্প রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, পুতিন যুদ্ধ শেষ না করলে উচ্চ শুল্ক এবং আরো নিষেধাজ্ঞা আরোপ করবে।
গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ওভাল অফিসে ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর ইউক্রেনকে যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার জন্য চাপ প্রয়োগের অংশ হিসাবে ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য আদানপ্রদান স্থগিত করেন ট্রাম্প।