ইউক্রেন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে।
গতকাল মঙ্গলবার, যুদ্ধের ১০০০তম দিনে, ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে একটি গোলাবারুদের গুদামে হামলা চালানো হয়েছে।
এলাকাটি রুশ সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। হামলার পর ১২টি বিস্ফোরণ ঘটে, তবে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা হয়নি।
এদিকে, মস্কো আগেই সতর্ক করেছিল যে রাশিয়ায় এমন হামলা হলে তারা পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করবে। তাই পরমাণুনীতিতেও পরিবর্তন এনেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন নীতিমালায় বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর দেশের সমর্থন নিয়ে ক্ষেপণাস্ত্র হামলা হলে রাশিয়া পরমাণু শক্তির ব্যবহার করতে পারবে। এর ফলে নতুন করে পরমাণু যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।