ফিলিস্তিনের রাফাহ শহরের আনুমানিক ৩০ বর্গকিলোমিটার (১১.৫ বর্গমাইল) এলাকা দখলে নিয়েছে ইসরায়েলী বাহিনী। যা রাফাহ শহরের মোট আয়তনের প্রায় ৪৭ শতাংশ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার স্যাটেলাইট চিত্র ও মানচিত্র বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে।
আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী সুফা ক্রসিং থেকে শুরু করে সালাহ আল-দিন সড়ক পর্যন্ত একটি নতুন রাস্তা নির্মাণ শুরু করেছে, যার দৈর্ঘ্য প্রায় ৪ কিলোমিটার (২.৫ মাইল)। তারা এটি সামরিক কৌশলের অংশ হিসেবে ব্যবহার করছে।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছিল যে তারা ‘মোরাগ করিডোর’ নামে একটি করিডোর নির্মাণ শেষ করেছে। এই করিডোর রাফাহকে বাকি গাজা থেকে কার্যত বিচ্ছিন্ন করে দিয়েছে।