রাজশাহীর চারঘাটে তোজাম্মেল হক তাজমুল (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তার এক হাতের রগ কেটে গেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার হাজির ঢালান এলাকায় এ ঘটনা ঘটে। তিনি চারঘাট সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তাজমুলকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আওয়ামী লীগ নেতা তাজমুল মোটরসাইকেলে করে গন্তব্যে যাওয়ার পথে চারঘাট-বাঘা আঞ্চলিক মহাসড়কের হাজির ঢালান এলাকায় চার-পাঁচজন যুবক তার গতিরোধ করে। তারা তাকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।
ঘটনার সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়।
স্বজনদের দাবি, পূর্ব শত্রুতার জেরে নিজ গ্রামের যুবকেরা এই ঘটনা ঘটিয়েছে। তারা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে।
পুলিশ জানিয়েছে, হামলায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে। কি কারণে এ হামলা চালানো হলো সেটা নিয়েও তদন্ত চলছে৷