শীতকালে নদীর পানি কমে যায়। পদ্মা ও যমুনা নদীর অনেক জায়গা এখন পরিণত হয়েছে নালায়। এসব এলাকায় এখন পাওয়া যাচ্ছে বড় বড় মাছ।
এবার পাওয়া গেছে ৪২ কেজি ওজনের একটি বাগাড় মাছ। সোমবার সকালে রাজবাড়ীর পদ্মা নদীতে এই মাছটি মানিকগঞ্জের হরিরামপুরের এক জেলের জালে ধরা পড়ে।
এতো বড় মাছ পেয়ে জেলে অত্যন্ত খুশি। দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় তিনি প্রায় ৭৬ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।
মাছটি কিনেছেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ । তিনি জানান, মাছটি কেনার পর তিনি কেজিতে ১০০ টাকা লাভে বিক্রি করেছেন সিলেট অঞ্চলের এক লন্ডনপ্রবাসীর কাছে।
তবে আইন অনুযায়ী বাগাড় শিকার করা, ধরা ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বাগাড় মাছকে মহাবিপন্ন প্রাণীর তালিকায় রেখেছে। কিন্তু আইন থাকলেও প্রকাশ্যে চলছে এ মাছের কেনাবেচা।