টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) রাতেও তারা রাজপথ ছাড়েননি। তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।
অনেক শিক্ষার্থী রাস্তায় শুয়ে রাত কাটিয়েছেন।কেউ কেউ সেখানে ঘুমিয়ে পড়েছেন, আবার কেউ স্লোগান দিতে দিতে জেগে থেকেছেন। বছরের পর বছর আবাসন সংকটসহ বিভিন্ন সমস্যার সমাধানে মৌখিক আশ্বাস দেওয়া হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।
এর আগে বুধবার সকাল ১১টায় ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি নিয়ে ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করেন কয়েকশ শিক্ষার্থী। যাত্রাপথে পুলিশের একাধিক ব্যারিকেড অতিক্রম করে তারা কাকরাইল মোড় পর্যন্ত পৌঁছায়। তবে সেখানে পুলিশি বাধার মুখে পড়ে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়া। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৩৮ জন আহত হন।
আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো:
১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জবির ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু করতে হবে, যা ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর হবে।
২. ২০২৫-২৬ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাঁট না করে অনুমোদন দিতে হবে।
৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প পরবর্তী একনেক সভায় অনুমোদন করতে হবে এবং তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।