রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন।
আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ ব্যক্তিটি রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। ট্রেনটি চলে যাওয়ার পর তাকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তার নাক-মুখে গুরুতর আঘাতের ফলে চেহারা বিকৃত হয়ে গেছে।
পরে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ শনাক্ত করে এবং তা পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, মালিবাগ রেলগেটে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। রেলপথের পাশে বাজার ও মানুষের ভিড় বেশি থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।
স্থানীয়দের অভিযোগ, রেল কর্তৃপক্ষের অবহেলা ও জনসচেতনতার অভাবই এসব দুর্ঘটনার মূল কারণ।
রেলগেটে সঠিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।